জাতীয়

বাংলাদেশ সম্ভাবনাময় দেশ : ড্যানিশ রাষ্ট্রদূত

বাংলাদেশকে সম্ভাবনাময় দেশ বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত হানি ফালগ এসকেজেয়ার। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর উত্তরায় আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটি-বাংলাদেশ (এআইইউবি) এর ১৬তম সমাবর্তন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন তিনি।তিনি বলেন, নেতৃত্বের মাধ্যমে সুযোগ কাজে লাগাতে পারলে এ দেশের উন্নয়ন অবশ্যম্ভাবী। এর উদ্যোগ ডিগ্রিপ্রাপ্ত শিক্ষার্থীদেরকে নিতে হবে। সোনার বাংলা গড়ার কাজে সকলকে এগিয়ে আসতে হবে এবং চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।  এসময় হানি ফালগ গ্রাজুয়েটদের অভিনন্দন জানিয়ে বলেন, একটি চমৎকার প্রতিষ্ঠান থেকে ডিগ্রি লাভ করেছেন, যা মহানুভবতা, নিষ্ঠা, নিজের ও নিজ পরিবারের এবং জাতির উন্নয়নের সহায়ক হবে। নেতৃত্ব দানের যে শিক্ষা প্রদান করা হয়েছে তার প্রতি সম্মান প্রদর্শন করবে এবং নিজ নিজ কর্মক্ষেত্রে ঝাপিয়ে পড়বে।সমাবর্তন অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান, এআইইউবি-এর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন, ভাইস চ্যান্সেলর ড. কারমেন জেড ল্যামাগনা প্রমুখ।সমাবর্তন অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ২৫১৭ জন স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান করা হয়। এছাড়া বিভিন্ন বিষয়ে পারদর্শিতা ও সর্বোত্তম ফলাফল অর্জনকারী মেধাবী শিক্ষার্থীকে সম্মননা পদক প্রদান করা হয়। এনএম/এসকেডি/পিআর