জাতীয়

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিসিকে দোয়া মাহফিল

পবিত্র ঈদে মিলাদুন্নবী-২০২২ পালন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে বিসিক।

বৃহস্প্রতিবার রাজধানীর তেজগাঁওয়ের বিসিক ভবনে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিসিক চেয়ারম্যান মাহবুবর রহমান।

এ সময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক হাফেজ মাওলানা মুফতি ড. হোসাইনুল বান্না। অনুষ্ঠানে বিসিক পরিচালক পর্ষদের সদস্য ও বিসিকের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

প্রধান বক্তা তার আলোচনায় রাসুল (সা.)-এর আদর্শ ও কর্মময়জীবনের উপর বিস্তারিত আলোচনা করেন এবং ব্যক্তি, পরিবার, সমাজ ও কর্মজীবনে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করে চলার বিষয়ে আলোকপাত করেন।

আলোচনা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিসিক জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা লোকমান হোসেন।

এনএইচ/এমএইচআর/জিকেএস