আগামী মাসে ভারতে অনুষ্ঠিতব্য আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ঘোষিত ১৫ সদস্যের দক্ষিণ আফ্রিকা দলে ফিরেছেন ইনজুরির কারণে ইংল্যান্ডের বিপক্ষে চলমান ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ মিস করা ডেল স্টেইন।ডেভিড উইসে এবং অ্যারন ফাঙ্গিসোও দলে জায়গা পেয়েছেন। তবে ১৫ সদস্যের দলে জায়গা হয়নি স্টেইনের ওপেনিং বোলিং পার্টনার মরনে মরকেল ও আলবি মরকেলের।দল নির্বাচন বিষয়ে দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি অধিনায়ক ফাফ ডু প্লেসিস বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ এমন একটি টুর্নামেন্ট যার জন্য আমরা গত ১৮ মাস যাবত কাজ করছি। অতীতে আমরা বার বার হতাশ হয়েছি এবং এ বছর আইসিসির এ ট্রফিটি স্পর্শ করার মতো ভালো সুযোগ আমাদের রয়েছে।’ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (সিএসএ) নির্বাচক কমিটির আহ্বায়ক লিন্ডা জন্ডি এক বিবৃতিতে বলেন, ‘আমাদের এই দলটির ১০ জন খেলোয়াড়ের অনেক অভিজ্ঞতা রয়েছে। যারা ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও উপমহাদেশে খেলেছেন। ভারতীয় কন্ডিশন বিবেচনায় রেখেই আমরা সম্ভব ভালো একটি দল গঠন করেছি।’ওয়াংখেড়ে স্টেডিয়ামে ১৮ মার্চ ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে দক্ষিণ আফ্রিকা।দল : ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), কাইল অ্যাবট, হাশিম আমলা, ফারহান বেহারদিয়েন, কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), এবি ডি ভিলিয়ার্স, জেপি ডুমিনি, ইমরান তাহির, ডেভিড মিলার, ক্রিস মরিস, অ্যারন ফাঙ্গিসো, কাগিসো রাবাদা, রিলি রোসৌ, ডেল স্টেইন ও ডেভিড উইসে।বিএ