চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রাকের ধাক্কায় মজিবুর নামে(৪৮) নামে এক ডিম ব্যবসায়ী নিহত হয়েছেন।
শুক্রবার (২১অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার জোনাকিপাড়া মোড়ে এ ঘটনা ঘটে। নিহত মজিবুর উপজেলার নেজামপুর ইউনিয়নের মরাফেলা গ্রামের বিশারদ আলীর ছেলে।
স্থানীয়রা বলেন, মজিবুর ডিমের ভ্যান নাচোল বাজার থেকে নেজামপুর নিজ বাড়িতে ফিরছিলেন। জোনাকিপাড়া মোড়ে পৌঁছালে একটি ট্রাক তাকে ধাক্কায় দেয়। এতে গুরুতর হন মজিবুর। এসময় এলাকাবাসী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সোহান মাহমুদ/জেএইচ/এএসএম