সাতক্ষীরায় র্যাবের অভিযানে দুটি হরিণের চামড়া উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২১ অক্টোবর) সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে হরিণের চামড়া দুটি উদ্ধার করা হয়।
র্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্প থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, র্যাবের একটি দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পেরে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় হরিণের চামড়া দুটি উদ্ধার পূর্বক জব্দ করে।
জব্দকরা আলামত বনবিভাগের কদমতলা স্টেশনের কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।
আহসানুর রহমান রাজীব/এমআইএইচএস