দেশজুড়ে

হাজারো দর্শনার্থীকে মাতালেন ৪০ লাঠিয়াল

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় ঢাকঢোল বাজিয়ে ও নৃত্যের তালে অনুষ্ঠিত হয়েছে গ্রাম বাংলার ঐহিত্যবাহী লাঠি খেলা। এতে ৪০ জন লাঠিয়াল বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে তাদের কসরত দেখান। দূর-দূরান্ত থেকে আসা হাজারো দর্শক লাঠিখেলা উপভোগ করেন।

শুক্রবার (২১ অক্টোবর) বিকেলে দেবগ্রাম ও দৌলতদিয়া ইউনিয়নবাসীর যৌথ আয়োজনে আরপিডিএস মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

দর্শনার্থীরা জানান, এমন খেলা এখন আর দেখা যায় না। খবর পেয়ে সব বয়সী লোক খেলা দেখতে ছুটে এসেছেন। বেশ উপভোগও করেছেন।

আয়োজকরা জানান, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এ খেলা বিলুপ্ত প্রায়। তাই গ্রামের মানুষকে উদ্বুদ্ধ করতেই এ আয়োজন। এ ধারা অব্যাহত থাকবে।

খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তফা মুন্সি, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, নব নির্বাচিত জেলা পরিষদ সদস্য ইউনুছ মোল্লা, দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল প্রমুখ।

রুবেলুর রহমান/এসজে/এএসএম