আন্তর্জাতিক

ভুল হেলমেট পরায় এক পুলিশকে আরেক পুলিশের জরিমানা

আইন সবার জন্য সমান, তা আবারও প্রমাণ করলেন ভারতের এক ট্রাফিক পুলিশ। ভুল হেলমেট পরায় নিজেরই এক সহকর্মীকে জরিমানা করেছেন তিনি। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে এ ঘটনা।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে জানা যায়, সম্প্রতি ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর আরটি নগরে। আরটি নগর পুলিশ টুইটারে একটি ছবি শেয়ার করেছে। এতে দেখা যায়, এক স্কুটিচালক পুলিশ সদস্য অর্ধেক হেলমেট পরায় তাকে জরিমানা করছেন এক ট্রাফিক পুলিশ।

গত সোমবার (১৭ অক্টোবর) শেয়ার করা ছবিতে এরই মধ্যে প্রায় এক হাজার মানুষ প্রতিক্রিয়া জানিয়েছেন। বেশিরভাগই ঠিকভাবে দায়িত্ব পালন করায় ওই ট্রাফিক পুলিশের প্রশংসা করেছেন। তবে এটিকে ‘সাজানো নাটক’ বলে মন্তব্য করেছেন কেউ কেউ।

Good evening sirhalf helmet case booked against police Tq pic.twitter.com/Xsx5UA40OY

— R T NAGAR TRAFFIC BTP (@rtnagartraffic) October 17, 2022

এক নেটিজেন লিখেছেন, নাটক! তিনি ক্যামেরার দিকে তাকিয়ে হাসছেন কেন? কে করে এমনটা?

আরেকজন বলেছেন, তাকে তো খুশি দেখাচ্ছে। ছবি তোলার দারুণ সুযোগ! এবার সত্যিকারে ট্রাফিক ব্যবস্থাপনার কাজ করলে কেমন হয়। সেটাই আপনার মূল দায়িত্ব।

তৃতীয় এক ব্যক্তি মন্তব্য করেছেন, এমন কাজ আরও দরকার। আমি দেখছি অনেক পুলিশ সদস্য হেলমেট ছাড়া যাচ্ছে এবং অনেকে তাদের যেতে দিচ্ছে।

ভারতে দুই চাকার মোটরযান চালানোর সময় হেলমেট পরা বাধ্যতামূলক এবং সেই হেলমেটটিও হতে হবে মানসম্পন্ন। নাহলে নির্দিষ্ট অংকের জরিমান বিধান রয়েছে দেশটি।

কেএএ/