দেশজুড়ে

চিত্রা নদীতে নৌকাবাইচ দেখতে মানুষের ভিড়

নড়াইলের চিত্রা নদীতে ‘এসএম সুলতান নৌকাবাইচ’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। নৌকাবাইচ দেখতে নদীর দুই পাড়ে হাজার হাজার মানুষ ভিড় করে।

শনিবার (২২ অক্টোবর) বিকেল ৩টার দিকে শেখ রাসেল সেতু প্রাঙ্গণে প্রতিযোগিতার উদ্বোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার মো. জিল্লুর রহমান চৌধুরী।

প্রতিযোগিতায় নারীদের চারটিসহ দেশের বিভিন্ন এলাকা থেকে আসা ১৮ নৌকা অংশ নেয়। এরমধ্যে টালাই গ্রুপে তিনটি, কালাই গ্রুপে ১০টি, মহিলা গ্রুপে তিনটি এবং নতুন সংযোজন মাদারীপুরের দুটি গয়না নৌকা রয়েছে।

পরে খুলনা বিভাগীয় কমিশনার মো. জিল্লুর রহমান চৌধুরী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এসময় নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, পুলিশ সুপার মোসা. সাদিরা খাতুন, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ফকরুল হাসান, নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় পুরুষদের টালাই গ্রুপে প্রথম হয়েছে খুলনার দিঘলিয়ার ঘোষগাতির আলমাচ শেখের ‘সোনার বাংলা’, দ্বিতীয় হয়েছে গোপালগঞ্জের জোরারিয়ার মিলন চৌধুরীর ‘জয় মা দুর্গা’ ও তৃতীয় হয়েছে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ার বন্যাখালীর অপূর্ব রায়ের ‘জয় মা কাল’ নৌকা।

পুরুষদের কালাই গ্রুপে প্রথম হয়েছে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ার জোরারিয়ার নিকুঞ্জ কুমার মণ্ডলের ‘মা শীতলা’, দ্বিতীয় হয়েছে মাগুরার মোহাম্মদপুরের কৃষ্ণপুরের আতর আলীর ‘মায়ের দোয়া’ নৌকা ও তৃতীয় হয়েছে গোপালগঞ্জ জেলার কাশিয়ানীর আড়পাড়ার ওসমান মিনার ‘সোনার তরী’ নৌকা।

নারী গ্রুপে প্রথম হয়েছে নড়াইল সদর উপজেলার হাতিয়াড়া গ্রামের পুতুল মজুমদারের চিত্রাকলি, দ্বিতীয় হয়েছে নড়াইল সদরের গোয়াখুলা গ্রামের মনিহার পালের ‘কুসুম কলি’ নৌকা ও তৃতীয় হয়েছে নড়াইল সদর উপজেলার হাতিয়াড়া গ্রামের কবিতা সরকারের ‘গানের পাখি’ নৌকা।

হাফিজুল নিলু/আরএইচ/জেআইএম