দেশজুড়ে

বিলের পানিতে ভাসছিল শিশুর মরদেহ

কিশোরগঞ্জের ভৈরবে বিলের পানি থেকে অজ্ঞাতপরিচয় এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শিশুটির বয়স আনুমানিক বয়স ৬ মাস।

শনিবার (২২ আগস্ট) বিকেলে উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের কান্দিপাড়া গ্রামের বিল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিলের পানিতে অজ্ঞাতপরিচয় ওই শিশুটির মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। তারা পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করেন।

ধারণা করা হচ্ছে, শিশুটি কয়েকদিন ধরে বিলের পানিতে পড়েছিল। তবে কে বা কারা শিশুটিকে ফেলে গেছেন জানা যায়নি।

ভৈরব থানার উপ-পরিদর্শক (এসআই) সায়েদুল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। শিশুটির পরিচয় উদঘাটনের চেষ্টা চলছে।

রাজীবুল হাসান/এসআর/জেআইএম