দেশজুড়ে

চাঁদপুরে জব্দ এক হাজার কেজি ইলিশ গেলো এতিমখানায়

চাঁদপুরে এক হাজার কেজি মা ইলিশ জব্দ করেছে কোস্টগার্ড। রোববার (২৩ অক্টোবর) সকালে আমিরাবাদ ঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এসব ইলিশ জব্দ করা হয়।

কোস্টগার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ান জানান, মা ইলিশ সংরক্ষণ অভিযান বাস্তবায়নে আমিরাবাদ ঘাট সংলগ্ন এলাকায় অভিযান পরিচালিত হয়। অভিযান চলাকালে তিনটি ট্রলার তল্লাশি করে এক হাজার কেজি ইলিশ জব্দ করা হয়। জব্দকৃত ইলি স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।

অভিযানে চাঁদপুর সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. জামিল হোসেন উপস্থিত ছিলেন।

নজরুল ইসলাম আতিক/আরএইচ/জিকেএস