দেশজুড়ে

রাজশাহীতে ট্রাক্টর চাপায় শিশুর মৃত্যু

রাজশাহীর বাঘায় বালুবাহী ট্রাক্টরচাপায় মানিক হোসেন (৮) নামে এক শিশু নিহত হয়েছে। শুক্রবার সকালে উপজেলার মর্শিদপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত মানিক হোসেন বাঘা পৌরসভার মর্শিদপুর গ্রামের আইনাল হকের ছেলে।বাঘা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মাহমুদ জানান, মানিকসহ কয়েকজন শিশু গ্রামের আম বাগানের মধ্যে খেলছিল। এ সময় বালুবাহী ট্রাক্টরটি মূল সড়ক থেকে ওই বাগানের মধ্যে দিয়ে যাওয়ার সময় চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। এ সময় স্থানীয় লোকজন ধাওয়া দিলে চালক ট্রাক্টরটি ফেলে পালিয়ে যায়।তিনি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। শিশুর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হবে। পরে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি। শাহরিয়ার অনতু/এসএস/পিআর