লিফট বিকল হয়ে পৌনে এক ঘণ্টা আটকে ছিলেন আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি), পুলিশ ও আসামিসহ ১২ জন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে তাদের উদ্ধার করেন।
বোরবার (২৩ অক্টোবর) বেলা ১১টার দিকে কুষ্টিয়ার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটট আদালতে এ ঘটনা ঘটে।
আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আব্দুল হালিম জানান, বেলা ১১টার দিকে আমিসহ ১২ জন কুষ্টিয়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের লিফটে উঠি। কয়েক সেকেন্ড চলার পর লিফটটি হঠাৎ বিকল হয়ে পড়ে। অনেক চেষ্টা করেও লিফট না খোলায় কর্তব্যরত ব্যক্তিকে ফোন দিলে তিনি কুষ্টিয়ায় নেই বলে জানান। পরে ৯৯৯ নম্বরে ফোন দিলে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে তাদের উদ্ধার করেন।
কুষ্টিয়া ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার খোরশেদ আনোয়ার জানান, বেলা ১১টা ২৫ মিনিটের দিকে দুর্ঘটনার খবর পাই। বেলা সাড়ে ১১টার দিকে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করি। ১২ মিনিট পর তাদের উদ্ধারে সক্ষম হই।
আদালত পুলিশের পরিদর্শক নজরুল ইসলাম জানান, দুর্ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বিষয়টি আদালতকে জানানো হবে।
আল-মামুন সাগর/আরএইচ/জিকেএস