দেশজুড়ে

চুয়াডাঙায় অজ্ঞাত লাশের পরিচয় মিলেছে

চুয়াডাঙার দামুড়হুদা উপজেলার বহুল আলোচিত তালতলা আখক্ষেত থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত লাশের পরিচয় ৫ দিন পর মিলেছে। শুক্রবার বেলা ১১ টায় লাশের জামা-কাপড় ও স্যান্ডেল দেখে এ পরিচয় নিশ্চিত করেছে তার পরিবারের লোকজন।     পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামের ঠাকুরপাড়ার আকবার আলীর ছেলে আশরাফুল ইসলাম (৩৫) গত ২০ দিন আগে নতুন সাইকেল নিয়ে ঝিনাইদহ জেলার মহেশপুর গ্রামে দাওয়াত দিতে যায়। ওইদিন রাতে বাড়ি ফেরার পথে দামুহুদার লোকনাথপুর তালতলায় ছিনতাইকারীর কবলে পড়ে। পরে ছিনতাইকারীরা তার সাইকেলটি ছিনিয়ে নিয়ে হত্যা করে লাশ পাশের আখক্ষেতে ফেলে রাখে। গত সোমবার দুপুরে কৃষিকাজে মাঠে গেলে অজ্ঞাত যুবকের লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায় এবং  জামা-কাপড়গুলো রেখে দেয়। ৪ দিন পর গত বৃহস্পতিবার চুয়াডাঙা জান্নাতুল মাওয়া কবরস্থানে বেওয়ারিশ লাশ হিসেবে দাফন করা হয়।     দামুড়হুদা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত হোসেন জানান, এ ব্যাপারে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।সালাউদ্দিন কাজল/এসএস/পিআর