পাকিস্তানের ৩৩৯ রানের প্রথম ইনিংসের পর নিউজিল্যান্ড এভাবে ম্যাচ শেষ করবে ভাবা যায়নি। সেই অভাবিত কাজটিই করেছে নিউজিল্যান্ড। এক দিন হাতে রেখেই রবিবার পাকিস্তানকে দ্বিতীয় ইনিংস ২৫৯ রানে অল-আউট করে ইনিংস এবং ৮০ রানের বড় জয় তুলে নিয়েছে সফরকারীরা। আর তাতেই সমতায় ফিরিয়ে নিউজিল্যান্ড। শারজাহ টেস্টের চতুর্থ দিনে পাকিস্তানের ৩৫১ রানের জবাবে নিউজিল্যান্ড ৬৯০ রানের পাহাড় গড়েছে প্রথম ইনিংসে। রবিবার ৮ উইকেটে ৬৩৭ রান নিয়ে খেলতে নেমে নিউজিল্যান্ড আরো ৫৩ রান যোগ করে গড়েছে নিজেদের ইতিহাসে সবচেয়ে বেশি রানের ইনিংস। অন্যদিকে পাকিস্তানের বিপক্ষে এটা কোনো দলের দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস।দ্বিতীয় ইনিংসে পাকিস্তান যেন খেই হারিয়ে ফেলেছে। ফলে শঙ্কা তৈরি হয়েছে ইনিংস হারে। কারণ চতুর্থ দিনের শুরুতে তাদের ইনিংস হার এড়াতেই প্রয়োজন ছিল ৩৩৯ রান। পাকিস্তান ৬৩ রানেই ৫ উইকেট হারিয়ে ফেলে বিপদ দেখেছে। এই মহাবিপর্যয়ে আসাদ সফিক ক্যারিয়ারের পঞ্চম টেস্ট সেঞ্চুরি করলেও সঙ্গীর অভাবে দলকে লজ্জার হাত থেকে বাঁচাতে পারেননি। ১৪৮ বলে ১৩৭ রান করেছেন সফিক। পাকিস্তানকে অলআউট করতে ৩৮ রানে ৪ উইকেট নিয়ে দারুণ অবদান রেখেছেন ট্রেন্ট বোল্ট।নিউজিল্যান্ডের পক্ষে ম্যাককুলাম ২০২ এবং উইলিয়ামসনের ১৯২ রানের সঙ্গে ৫টি হাফসেঞ্চুরিতে নিউজিল্যান্ড রানের চূড়ায় ওঠেছে। ৩ টেস্ট সিরিজে সমতায় শেষ করেছে দুই দল। প্রথম টেস্ট পাকিস্তান ২৪৮ রানের বড় ব্যবধানে জিতেছে। দ্বিতীয় টেস্টের ফল ছিল ড্র।৪ ডিসেম্বর টোয়েন্টি২০ দিয়ে শুরু হচ্ছে সীমিত ওভারের সিরিজ। খেলবে টোয়েন্টি২০ ২টি ম্যাচ। আর ৫ ওয়ানডে সিরিজের পাকিস্তান-নিউজিল্যান্ড মুখোমুখী হবে এর পরপরই।সংক্ষিপ্ত স্কোরপাকিস্তান : প্রথম ইনিংস ৩৫১ এবং ২৫৯ ( সফিক ১৩৭, সরফরাজ ৩৭, হাফিজ ২৪, তালহা ১৯, ; বোল্ট ৪/৩৮, ক্রেইগ ৩/১০৯, সোধি ২/৮২, ভেটোরি ১/৮)।নিউজিল্যান্ড : প্রথম ইনিংস ৬৯০/৮ ডিক্লিয়ার (ম্যাককালাম ২০২, উইলিয়ামসন ১৯২, ক্রেইগ ৬৫, টেইলর ৫০, অ্যান্ডারসন ৫০, সাউদি ৫০, সোধি ২২; রাহাত ৪/৯৯, ইয়াসির ৩/১৯৩, হাফিজ ২/১১০)।ফল : নিউজিল্যান্ড ইনিংস ও ৮০ রানে জয়ী।