দেশজুড়ে

২৪ ঘণ্টায় মাদারীপুরে আরও ১২ ডেঙ্গু রোগী

গত ২৪ ঘণ্টায় মাদারীপুরের বিভিন্ন হাসপাতালে আরও ১২ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০ জনে। এর মধ্যে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই আছে ১৬ জন।

মাদারীপুর স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, বর্ষা শেষ হলেও মাদারীপুরে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। নতুন করে গত ২৪ ঘণ্টায় আরও ১২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। আক্রান্ত হওয়া বেশিরভাগই রাজৈর উপজেলার মানুষ।

এখন পর্যন্ত এ জেলায় ৩৪০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। এরমধ্যে ছাড়পত্র পেয়েছেন ৩১০ জন। মোট আক্রান্তের মধ্যে রাজৈর উপজেলায় রোগীর সংখ্যা ১৭০ জন।

মাদারীপুরের সিভিল সার্জন ডা. মুনীর আহম্মেদ খান বলেন, রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে চিকিৎসক ও নার্সরা। সবাই সচেতন না হলে এই পরিস্থিতি কোনোভাবেই নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। তাই সবাইকে এডিস মশার বংশবৃদ্ধি রোধে পরিষ্কার-পরিচ্ছন্নতার পাশাপাশি সচেতন হতে হবে।

জেএস/জেআইএম