দেশজুড়ে

সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২

মানিকগঞ্জের ঢাকা-আরিচা মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুই নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরো ৩০ জন।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, শুক্রবার দুপুরে মহাসড়কের মূলজান এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই উম্মে তানহা (৫) নামে এক শিশু মারা যায়। উম্মে তানহা  যশোরের মনিরামপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের নজরুল ইসলামের মেয়ে। এসময় আহত হয়েছে আরো ৩০ জন। আহতদের মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।এদিকে, বিকেল ৪টার দিকে মহাসড়কের টেপড়া বাসস্ট্যান্ডের কাছে একটি কাভার্ডভ্যান বিপরীত দিকে থেকে আসা রিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মেঘলা বিশ্বাস (১৪) নামে এক কিশোরী মারা যায়। মেঘলা বিশ্বাসের বাড়ি শিবালয় উপজেলার আড়পাড়া গ্রামে। দুর্ঘটনায় মেঘলা বিশ্বাসের বাবা-মা ও রিকশাচালক আহত হয়েছে। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা  হয়েছে।বিএম খোরশেদ/এআরএ/এমএস