ভোলায় ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. নাছির উদ্দিন (৫৭) নামে এক কৃষক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৫ অক্টোবর) বিকেল ৩টার দিকে তার বাড়ির পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কৃষক ভোলা সদর উপজেলার আলী নগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বয়াতি বাড়ি বাসিন্দা ছিলেন।
স্থানীয়রা জানান, কৃষক নাসির গরুর জন্য ঘাস কাটতে বাড়ির পাশের জমিতে যাচ্ছিলেন। এসময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মো. শাহিন ফকির জাগো নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে।
জুয়েল সাহা বিকাশ/জেএস/এএসএম