দেশজুড়ে

রংপুরে হরতাল চলছে

রংপুর মহানগরীতে সোমবার সকাল ৬টা থেকে শুরু হওয়া আধাবেলা হরতাল নিরুত্তাপভাবে চলছে। এই হরতাল শেষ হবে দুপুর ২টায়।যুবলীগ নেতা ইমরান হত্যাকারীদের গ্রেফতারের দাবি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে রংপুর সিটি করপোরেশন ও মহানগর দোকান মালিক সমিতি এই হরতাল ডাকে।হরতালের কারণে সকালে রংপুর থেকে দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে যায়নি। মহানগরীরর সব দোকানপাট বন্ধ রয়েছে। তবে শহরের ভেতরে হালকা যান চলাচল করছে। সকাল থেকে শহরের মোড়ে মোড়ে হরতালকারীরা অবস্থান নিয়েছে। এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।