দেশজুড়ে

হাতিয়ার সেই ডাটাএন্ট্রি অপারেটর বরখাস্ত

নোয়াখালীর হাতিয়ায় সহকারী শিক্ষা কর্মকর্তা কামরুল হাসানকে পিটিয়ে জখমের ঘটনায় উপজেলা রিসোর্স সেন্টারের ডাটাএন্ট্রি অপারেটর মোহাম্মদ ছাকায়েত হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বুধবার (২৬ অক্টোবর) বেলা ১১টার দিকে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌসী বেগম জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজোয়ান হায়াত স্বাক্ষরিত চিঠিতে হাতিয়া রিসোর্স সেন্টারের ডাটাএন্ট্রি অপারেটর মোহাম্মদ ছাকায়েত হোসনকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

১৬ অক্টোবর রোববার রাতে শিক্ষা কর্মকর্তা কামরুল মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন। কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় ৮ থেকে ৯ জন মুখোশধারী ব্যক্তি তার পথ আটকায়। এরপর তারা কামরুল হাসানকে রাস্তায় ফেলে বেধড়ক পেটান। এ ঘটনায় উপজেলা রিসোর্স সেন্টারের ডাটাএন্ট্রি অপারেটর ছাকায়েত হোসেন এবং অজ্ঞাতপরিচয় আরও আটজনকে আসামি করে হাতিয়া থানায় মামলা করা হয়।

ইকবাল হোসেন মজনু/এসজে/এএসএম