ফিচার

ফাল্গুন-ভালবাসা দিবসে রঙিন আজিজ মার্কেট

আজ পহেলা ফাল্গুন। রাত পোহালেই বিশ্ব ভালবাসা দিবস। যদিও একুশে ফেব্রুয়ারির আরও সপ্তাহখানেক বাকি। সব মিলিয়ে কেনাকাটার ধুম পড়ে গেছে তরুণ-তরুণীদের। রাজধানীর আজিজ সুপার মার্কেট যেন তারুণ্যে ঝলমল করছে। এবার আজিজে টি-শার্ট মেলার আয়োজন করায় ভিড় যেন একটু বেশিই। সামর্থ্যের মধ্যে আধুনিক ও বৈচিত্র্যময় পণ্যের সমাহার যে এখানেই। বিভিন্ন স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের বেশিরভাগই এখানে তাদের কেনাকাটা করেন বলে জানান বিক্রেতারা। ফাল্গুন, ভালবাসা দিবস আর একুশ উপলক্ষ্যে কাছের মানুষ ও প্রিয়জনকে উপহার দেয়ার জন্য পছন্দের পোশাক কিনতে তাই তরুণ তরুনীদের ভিড়টা এখানেই বেশি। এখানকার উল্লেখযোগ্য দোকানগুলোর মধ্যে রয়েছে ইজি, কে ক্রাফট, ও পাস, মেঘ, পোশাক পরিচ্ছদ, কাপড়-ই-বাংলা, ঢাকঢোল, নিত্য উপহার, আরশি, স্বপ্নবাজ, আবির্ভাব, ব্যতিক্রম, বাংলার মেলা, রেন-মার্ট, রঙ, সাদাকালো, বিবিয়ানা, লোকজ, মেঘ, প্রচ্ছদ, গোকুল, বারণ, থ্রিজি, নহলী, সুঁইসুতা, ঐশী, বৃত্ত, বিন্দু, নন্দন কুটির, আতশী, ফাতিহা, টেক্কা, বাংলার রঙ, ১৯৭১, বাঙ্গাল, নক্ষত্র, মেঠোপথ, ক্যানভাস, বসন, সারাবেলা, চরকি, ষড়ঋতু, ফেরিওআলা, আইডিয়াস, সেভেন, দেশাল, গাঁওগেরামসহ অর্ধশত ব্র্যান্ডের পোশাকের দোকান। এখানে বেশিরভাগ পণ্যই তরুণদের পছন্দ আর সামর্থ্যের মধ্যে। ঢাকা কলেজের বাংলা বিভাগের ছাত্র ইমন এসেছেন পাঞ্জাবি কিনতে। ইমন জাগো নিউজকে বলেন, এখানকার পোশাকের মান ভালো। এছাড়া ডিজাইনেও রয়েছে ভিন্নতা। আমাদের মতো কলেজ-বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা ব্যতিক্রম পোশাক কিনতে পারেন এখানে। আজিজ সুপারে বন্ধুর জন্য পলো শার্ট কিনতে এসেছেন রাজশ্রী। আজিজের ও পাস শো রুমে কথা হয় তার সঙ্গে। তিনি জাগো নিউজকে জানান, এখানে একটি পলো টি-শার্ট ৪২০ টাকা। তবে ডিসকাউন্ট মিলে ৩২৪ টাকায় পেয়েছেন তিনি। অল্প দামে ভালো পণ্যটাই কিনতে পেরে খুশি। থ্রিপিস কিনতে আসা ইডেন মহিলা কলেজের ছাত্রী রেহানা জাগো নিউজকে জানান, পোশাক কেনার ক্ষেত্রে ছাত্র-ছাত্রীদের সামর্থ্যটা বড় একটা বিষয়। তবে এখানে ডিজাইন, বৈচিত্র্যের পোশাক পছন্দসই। একদাম বলে কিনতেও সুবিধা হয়। ও পাস এর স্বত্ত্বাধিকারী শাহেদ সজীব জাগো নিউজকে জানান, ফাল্গুন, ভালবাসা দিবস ও একুশে ফেব্রুয়ারি উপলক্ষে পুরো আজিজ মার্কেটে টি-শার্ট মেলা বসেছে। আজ বিকেলে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর মেলার উদ্বোধন করবেন। মেলা উপলক্ষ্যে এখানে বেচাকেনা বেশ জমে উঠেছে। সন্ধ্যার পর বিক্রি আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি। নন্দন কুটিরের স্বত্ত্বাধিকারী মো. মিজানুর রহমান জাগো নিউজকে জানান, মেলা উপলক্ষে বৈচিত্রময় পোশাকের সমারোহ জমিয়েছেন তিনি। তরুণ-তরুণী-শিক্ষার্থী সব শ্রেণির মানুষের পছন্দের পোশাক মিলবে। আবির্ভাব এর বিক্রয়কর্মী আরমান জাগো নিউজকে জানান, আগের চেয়ে বিক্রি বেড়েছে। সন্ধ্যা নাগাদ ক্রেতা বাড়তে পারে। পছন্দের সব ধরনের পোশাকে সাজানো হয়েছে পুরো শো-রুম। ইমোশনের বাবু জাগো নিউজকে জানান, ভালবাসা দিবস, ফাল্গুন ও একুশ উপলক্ষে এবার এখানে বিশেষ কালেকশন রয়েছে। আজিজ সুপার মার্কেটে এবার ছেলেদের বিভিন্ন ধরনের পাঞ্জাবি ৭৫০ থেকে দুই হাজার ৫শ` টাকা, টি-শার্ট ১৫০ থেকে ৪৫০ টাকা, পলো টি-শার্ট ৪২০ থেকে ৬শ` টাকা, শার্ট ৬৫০ থেকে ১২৫০ টাকা, ফতুয়া ৫শ` থেকে এক হাজার টাকা এবং জিন্সের প্যান্ট এক হাজার ৫৫০ থেকে ২ হাজার ৬৫০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। মেয়েদের থ্রিপিস এক হাজার ৫শ` থেকে তিন হাজার টাকা, টুপিস ৬শ` থেকে ৯শ` টাকা, টপস্ ৫শ` থেকে এক হাজার ৫শ` টাকা, শাড়ি এক হাজার থেকে তিন হাজার টাকা, সিঙ্গেল কামিজ ৬৫০ থেকে এক হাজার ৫০ টাকা, লেডিস ব্যাগ ৫৫০ থেকে ৬৮০ টাকা, ওড়না ২শ` থেকে ৩৫০ টাকা, সালোয়ার ৪শ` টাকা, চুড়ি জোড়া ২শ` টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। এছাড়া বাচ্চাদের ফতুয়া ২৫০ থেকে ৬৫০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। আজিজ সুপার মার্কেটের বিক্রেতারা জানান, টি-শার্ট মেলা চলবে আগামী ৪ দিন। সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত কেনাবেচা চলবে এখানে।জেইউ/এমজেড/এমএস