মানিকগঞ্জের ঘিওর উপজেলায় কালীগঙ্গা নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই নারীর বয়স আনুমানিক ৩৫ বছর।
বুধবার (২৬ অক্টোবর) বিকেলে উপজেলার সিংজুরী ইউনিয়নের বালিয়াবাঁধা বাজার এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান জাগো নিউজকে বলেন, কালীগঙ্গা নদীতে নারীর মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে মরদেহটি উদ্ধার করা হয়। অর্ধগলিত হওয়ায় মরদেহের চেহারা চেনার উপায় নেই।
ওসি আরও বলেন, ধারণা করা হচ্ছে ১৫-২০ দিন আগে ওই নারী মারা গেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। পরিচয় শনাক্তে কাজ চলছে।
বি.এম খোরশেদ/এসজে/এএসএম