যত্নের অভাবে এমনিতেই মরণাপন্ন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চিত্রা নদী। তার ওপর অসাধু ব্যক্তিদের কারণে নদীটির অবস্থা যেন আরও কাহিল হয়ে পড়েছে। ঝিনাইদহের কালীগঞ্জ শহরের পুরাতন ব্রিজের পাশে নদীর ভিতর থেকে পিলার উঠিয়ে তার উপর নির্মাণ করা হচ্ছে পাকা ভবন।অবশ্য প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, তারা এই নির্মাণ কাজ বন্ধ করতে নির্দেশ দিয়েছেন। কিন্তু স্থানীয়রা দাবী করেছেন, ঝিনাইদহের কালীগঞ্জ শহরের মাঝ দিয়ে বয়ে গেছে চিত্রা নদী। এই নদীতে শহরের মধ্যে রয়েছে একটি সেতু। এই সেতুর দুই ধারে নদীর জায়গা দখল করে পাকা দোকান তৈরি করেছেন একাধিক দলখকারী। দীর্ঘ সময় এই দখলের পরিমাণ বেড়েছে। চটের আড়ালে এতদিন দিনের বেলাতে কাজ চললেও এখন রাতের আঁধারে কাজ চালানো হচ্ছে।দখলদার বার্মিজ সুজ এর মালিক সামছুল ইসলাম দাবি করেছেন, তারা সামনে ৫ ফুট ছেড়েছেন আর ব্যবসার প্রয়োজনে পেছনে ১২ থেকে ১৩ ফুট দখল করেছেন। এ ব্যাপারে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মানোয়ার হোসেন মোল্লা জানান, এটা সরকারি সম্পত্তি। সরকারের ঘরে ফেরতের জন্য প্রয়োজনে উচ্ছেদ অভিযান করা হবে। তিনি বলেন, সামনে ছাড়তে হয়েছে বলে পেছনে নদী দখল করে ঘর করবে এটা হতে পারে না। এসএস/এমএস