ফেনী শহরে নিবন্ধনহীন সিএনজিচালিত অটোরিকশা চলাচল বন্ধে অভিযান অব্যাহত রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। সোমবার থেকে বুধবার পর্যন্ত তিনদিনের অভিযানে ৭০টি অটোরিকশা আটক করেছে ট্রাফিক বিভাগ।
পুলিশ সূত্র জানায়, ফেনী শহরকে যানজটমুক্ত রাখতে গত ২০ অক্টোবর যৌথ বৈঠকে শহর এলাকায় নিবন্ধনবিহীন সিএনজিচালিত অটোরিকশা চলাচল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। ওই সভার পর নিবন্ধনহীন কোনো অটোরিকশা শহরে চলাচল না করার জন্য ফেনী জেলা ট্রাফিক পুলিশের উদ্যোগে মাইকিং করা হয়।
জেলা ট্রাফিক ইন্সপেক্টর মো. আনোয়ারুল আজিম জানান, গত তিনদিনের অভিযানে ৭০টি নিবন্ধনবিহীন সিএনজিচালিত অটোরিকশা আটক করা হয়। শহরকে যানজটমুক্ত করতে নিবন্ধনবিহীন অটোরিকশা শহরে প্রবেশ করতে দেওয়া হবে না।
তিনি আরও বলেন, অভিযান অব্যাহত থাকবে। তবে শহরে ট্রাফিক বিভাগের ডাম্পিংয়ের জন্য বড় পরিসরে স্থান না থাকায় সমস্যা দেখা দিয়েছে।
আবদুল্লাহ আল-মামুন/এমএইচআর