আন্তর্জাতিক

আজ বিশ্ব এইডস দিবস

আজ বিশ্ব এইডস দিবস। এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, ‘এইচআইভি সংক্রমণ ও এইডস মৃত্যু নয় একটিও আর, বৈষম্যহীন পৃথিবী গড়ব সবাই, এই আমাদের অঙ্গীকার’। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।রাষ্ট্রপতি বলেন, এইডস বিশ্ব মানবতার জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। ভয়াবহ এই রোগ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির কোনো বিকল্প নেই। ধর্মীয় অনুশাসন মেনে চলার পাশাপাশি পারিবারিক বন্ধনকে আরো সংহত করতে পারলে রোগটি থেকে আমরা দূরে থাকতে পারব।প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণীতে বলেছেন, এবারে প্রতিপাদ্য বিষয়টি অত্যন্ত সময়োপযোগী হয়েছে। এইচআইভি বা এইডস প্রতিরোধে আমাদের সরকার বিভিন্নমুখী কর্মসূচি বাস্তবায়ন করছে। ২০১৫ সালের মধ্যে এমডিজি-৬ অর্জনের লক্ষ্যে স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি উন্নয়ন কর্মসূচির আওতায় ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মধ্যে এইচআইভি বা এইডস শনাক্তকরণ, চিকিৎসা, পরিচর্যা ও সহযোগিতা দেয়া হচ্ছে। এইডস প্রতিরোধে আমাদের কার্যক্রম সারা বিশ্বে প্রশংসিত হচ্ছে। এইডসের প্রকোপ শূন্যের কোঠায় নামিয়ে আনতে আমরা বদ্ধপরিকর।