পার্বত্য জেলা রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা মামলায় এক আসামিকে ১০ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। একই সঙ্গে আসামিকে তিন লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকালে রাঙ্গামাটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এইএম ইসমাইল হোসেন এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আসামি শরৎ তনচংগ্যা ওরফে সুরন তনচংগ্যা (৪৫) কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড সাপছড়ি উপরপাড়ার নোয়াধন তনচংগ্যার ছেলে।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় ২০২১ সালের ১২ এপ্রিল দশম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণচেষ্টা চালান শরৎ তনচংগ্যা। এ সময় ভিকটিমের চিৎকারে কয়েকজন এগিয়ে এলে আসামি পালিয়ে যান। ঘটনার পরদিন স্কুলছাত্রীর বাবা কাপ্তাই থানায় মামলা করেন।
রাঙ্গামাটি জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মো. রফিকুল ইসলাম রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
সাইফুল উদ্দীন/এসআর/জেআইএম