ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়কে দিনদুপুরে পিকআপে ছিনতাই করার সময় দুজনকে আটক করে গণপিটুনি দিয়েছেন স্থানীয়রা। এতে এক ছিনতাইকারীর পা ভেঙে গেছে। পরে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বিকেলে কুমিল্লা-সিলেট মহাসড়কের উজানিসার এলাকায় এ ঘটনা ঘটে।
আটকরা হলেন জেলা শহরের মেড্ডা এলাকার আব্দুল আজিজের ছেলে জাবেদ (৩৫) ও কাউতুলী এলাকার মোশাররফ হোসেনের ছেলে আনাস (১৯)। গণপিটুনিতে জাবেদের পা ভেঙে গেছে।
পিকআপচালকের বরাত দিয়ে সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ইব্রাহিম হোসেন জানান, একটি পিকআপ ঢাকা থেকে মালামাল নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আসে। কসবা থেকে ঢাকায় ফেরার পথে পেছন থেকে মোটরসাইকেল নিয়ে উজানিসার এলাকায় তিনজন ছেলে পিকআপটির গতিরোধ করেন। এদের মধ্যে দুজন পিকআপের দুপাশে দাঁড়িয়ে পিস্তল ধরে পকেটে থাকা পাঁচ হাজার টাকা ছিনিয়ে নেন।
বিষয়টি সড়কে চলাচলকারী অটোরিকশাসহ অন্যান্য যানবাহনের চালক ও যাত্রীদের নজরে আসে। তারা গ্রামবাসীকে নিয়ে ছিনতাইকারীদের ধাওয়া করলে একজন পালিয়ে যান। বাকি দুজনকে আটক করে গণপিটুনি দিলে একজনের পা ভেঙে যায়। পরে পুলিশকে খবর দিয়ে দুজনকে হস্তান্তর করা হয়।
এসআই ইব্রাহিম হোসেন আরও বলেন, চালকের ভাষ্যমতে যে পিস্তলের কথা বলা হচ্ছে এমন কিছু তাদের কাছে পাওয়া যায়নি। দুজনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা নিজেদের নাম-ঠিকানা সঠিক বলছেন বলে মনে হচ্ছে না। আমরা তাদের নাম-পরিচয় যাচাই করছি। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আবুল হাসনাত মো. রাফি/এসআর/জেআইএম