সোমবার সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে জিম্বাবুয়ে। সিরিজে ৪-০ ব্যবধানে এগিয়ে থাকায় এই ম্যাচে বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করছে বাংলাদেশ।সিরিজের শেষ ম্যাচ হলেও দুদলের কাছে তা ভিন্ন দ্যুতিতে ধরা দিচ্ছে। বাংলাদেশের জন্য ম্যাচটি জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করার মিশন। জয় দিয়ে সিরিজ শেষ করার সুযোগ। বিশ্বকাপের আগে পরিপূর্ণ আত্মবিশ্বাস অর্জন করার মঞ্চ।বাংলাদেশ স্কোয়াড: মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, আবুল হাসান, এনামুল হক, ইমরুল কায়েস, জুবায়ের হোসেন, মাহমুদুল্লাহ রিয়াদ, মুমিনুল হক, মুশফিকুর রহিম, রুবেল হোসেন, সাব্বির রহমান, সৌম্য সরকার, তাইজুল ইসলাম ও তামিম ইকবাল।