রাশিয়ান অর্থোডক্স চার্চ ও রোমান ক্যাথলিক চার্চের মধ্যে ঐক্য প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন দুই চার্চের প্রধান ধর্মগুরুরা। চার্চের দুই ধর্মগুরুর মধ্যে কিউবায় এক ঐতিহাসিক বৈঠকের পর এ আহ্বান জানানো হয়েছে। খবর বিবিসির।বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় এক হাজার বছর আগে দুই চার্চের প্রধানদের বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। ১১ শতকে প্রাচ্য ও পাশ্চাত্য বিভাজনে ওই বৈঠক বন্ধ হয়ে যায়। এরপর এই প্রথম রুশ অর্থোডক্স চার্চের প্রধান ধর্মগুরু প্যাট্রিয়ার্ক কিরিল ও রোমান ক্যাথলিক পোপ ফ্রান্সিসের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হলো। এক যৌথ ঘোষণায় মধ্যপ্রাচ্যে নিপীড়ন থেকে খ্রিস্টানদের রক্ষা করার জন্য বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছেন। শুক্রবার কিউবার হাভানা বিমানবন্দরে দুই ঘণ্টা ধরে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। মেক্সিকো যাওয়ার পথে হাভানায় যাত্রাবিরতি করেন পোপ ফ্রান্সিস। এছাড়া ব্রাজিল, প্যারাগুয়ে ও কিউবা সফরের অশ হিসেবে হাভানায় অবস্থান করছিলেন কিরিল।এসআইএস/এমএস