নরসিংদীর মেঘনা নদীতে গোসলে নেমে নিখোঁজ মো. গালিব হক (১৫) নামের এক মাদরাসাছাত্রের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। শুক্রবার (২৮ অক্টোবর) বিকেলে আলোকবালী ইউনিয়নের মেঘনা নদীর অংশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
গালিব নরসিংদীর পলাশ উপজেলা ঘোড়াশাল পৌর এলাকার দড়িহাওলাপাড়া গ্রামের মো. আজিজুল হকের ছেলে।
এ ঘটনায় রায়পুরা উপজেলার বড়ইতলা গ্রামের হারুন মিয়ার ছেলে শহিদুল ইসলাম মাহফুজ এখনো নিখোঁজ রয়েছে। তারা নরসিংদী সদর উপজেলার ঘোড়াদিয়া এলাকার মোহাম্মদীয়া ইন্টারন্যাশনাল হিফজুল কোরআন মাদরাসার ছাত্র।
করিমপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফরিদুল আলম জানান, বৃহস্পতিবার সকালে ওই মাদরাসা থেকে দুই শিক্ষকসহ ৩২ ছাত্র নদীর আফজাল সাহেবের চরে নৌকা ভ্রমণে আসে। সারাদিন সেখানে অবস্থান করার পর বিকেলে ছাত্ররা নদীতে গোসল করতে নামে। গোসল শেষে সবাই উঠে আসলেও গালিব ও মাহফুজ উঠে আসেনি। পরে তাদের খোঁজ না পেয়ে মাদরাসা কর্তৃপক্ষ নিখোঁজের বিষয়টি নৌ-পুলিশকে জানায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও নৌ-পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। শুক্রবার বিকেল ৫টার দিকে গালিব হকের মরদেহ উদ্ধার করে।
করিমপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফরিদুল আলম জানান, শুক্রবার সকাল থেকে ফায়ার সার্ভিস ও নৌ পুলিশের ডুবুরি দল নিখোঁজ দুই মাদরাসা ছাত্রকে উদ্ধারে নদীতে অভিযান পরিচালনা করে। বিকেলে নিখোঁজ মো. গালিব হকের মরদেহ উদ্ধার করা হয়। নিখোঁজ থাকা মাহফুজ নামে আরও এক ছাত্রকে উদ্ধার করতে আমরা কাজ করে যাচ্ছি।
সঞ্জিত সাহা/আরএইচ/এএসএম