দেশজুড়ে

সাভারে ইউপি চেয়ারম্যানের মৃত্যু

সাভার উপজেলার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আহম্মেদ ভূঁইয়া রাজধানীর একটি হাসপাতালে মারা গেছেন। দীর্ঘদিন তিনি অসুস্থ ছিলেন।

শুক্রবার (২৮ অক্টোবর) দুপুর ৩টা ৪৫ মিনিটে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

পরে রাত ১০টায় জামগড়া কেন্দ্রীয় মসজিদে নামাজের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

নিহতের পরিবার জানায়, দীর্ঘদিন ধরে সৈয়দ আহমেদ ভূঁইয়া বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।

তার মৃত্যুতে শোক জানিয়েছেন দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি ফারুক হাসান তুহিন ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ বিভিন্ন সামাজিক সংগঠন।

মাহফুজুর রহমান নিপু/জেডএইচ/