দেশজুড়ে

ভৈরবে ভারতীয় কসমেটিকসহ আটক দুই, কাভার্ডভ্যান জব্দ

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকসহ দুইজনকে আটক করেছে পুলিশ। এসময় কসমেটিকস বহন করা একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়।

শনিবার (২৯ অক্টোবর) সকাল ৭টার দিকে পৌর শহরের পাওয়ার হাউজ সংলগ্ন রাস্তা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- সুনামগঞ্জ সদরের ফেনীবিল গ্রামের মৃত আ. বারির ছেলে কাভার্ডভ্যান চালক দুলাল (৩৫) ও হবিগঞ্জের বাহুবল থানার চলিতাতলা গ্রামের খোরশেদ মিয়ার ছেলে শফিক মিয়া (২৭)।

পুলিশ সূত্রে জানা যায়, চক্রটি কাভার্ডভ্যানে করে কয়েকটি কার্টনে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের নামিদামি কসমেটিকস সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে রাজধানীতে নিয়ে যাচ্ছিল। এসময় তাদের আটক করা হয়। এসব কসমেটিকসের আনুমানিক মূল্য ১৬ লাখ ২০ হাজার টাকা। পরে এ ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় একটি মামলা করে।

বিষয়টি নিশ্চিত করে ভৈরব থানার পরিদর্শক (অপারেশন) মো. কাইছার আহমেদ বলেন, গোপন তথ্যের ভিত্তিতে কসমেটিকসের কাভার্ডভ্যানসহ দুইজনকে আটক করা হয়। ধারণা করছি, একটি সিন্ডিকেট ভারত থেকে চোরাইপথে শুল্ক ফাঁকি দিয়ে এসব কসমেটিকস দেশে এনে ঢাকায় চালান করছিল। জিজ্ঞাসাবাদে তারা কসমেটিকসের কোনো কাগজপত্র দেখাতে পারেনি। গ্রেফতার দুজনকে শনিবার দুপুরে কিশোরগঞ্জ আদালতে চালান দেওয়া হয়েছে।

রাজীবুল হাসান/এমআরআর/এএসএম