গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) স্নাতক প্রথম বর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশ নিতে ২৮ হাজার ৪৬ শিক্ষার্থী আবেদন করেছেন।
এবার বিশ্ববিদ্যালয়ের তিন ইউনিটের ৩৪ বিভাগে এক হাজার ৫০৫ জন শিক্ষার্থী ভর্তি করা হবে। ফলে আসনপ্রতি ভর্তি পরীক্ষায় ১৯ শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
শনিবার (২৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মাহবুবুল আলম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
এ বছর ‘এ’ ইউনিটে ১৮ হাজার ১০৮ জন, ‘বি’ ইউনিটে ৭ হাজার ২১২ জন এবং ‘সি’ ইউনিটে ২ হাজার ৭২৬ জন আবেদন করেছেন। ভর্তি সংক্রান্ত যে কোনো তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।
আরএইচ/জেআইএম