সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মাপাড়ে আর্ন্তজাতিক এয়ারপোর্ট করা হবে। শনিবার দুপুরে মুন্সীগঞ্জের শ্রীনগরে সামষপুর পদ্মাসেতু সার্ভিস এরিয়া-২ এ সেতুর কাজের অগ্রগতি নিয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন। তিনি বলেন, সাড়ে ২৯ হাজার কোটি টাকা ব্যয়ে পদ্মা সেতুর প্রথম বছরে ৩৪ হাজার কোটি টাকা আমরা আয় করতে পারব। পদ্মা সেতুর কাজের অগ্রগতি ৩০ শতাংশ সম্পন্ন হয়েছে। পাইলিং হয়েছে ৭টি পিলার। আগামীকাল রোববার আরও একটি পিলারের কাজ শুরু হবে। তিনি আরও বলেন, সেনাবাহিনীকে ফোর লেনের কাজ দেয়া হয়েছে। তারা পোস্তগোলা থেকে এ কাজ শুরু করবে। এছাড়া ভাঙ্গা পর্যন্তও ৪ লেনের কাজ শুরু হবে। সেনাবাহিনী খুব দ্রততার সঙ্গে কাজ শুরু করবে। এছাড়া পদ্মার পাড়ে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হবে। আগামী বছর কাঁঠাল বাড়িতে শিপইয়ার্ড স্থানান্তর করা হবে। এ সময় উপস্থিত ছিলেন- সেনাবাহিনী প্রজেক্ট ম্যানেজার সিএসসি কর্নেল মো. জোবায়ের সারোয়ার, পদ্মা সেতু নির্বাহী প্রকৌশলী মো. তোফাজ্জল হোসেন, সড়ক জনপথ মুন্সিগঞ্জ নির্বাহী প্রকৌশলী তারেক ইকবাল প্রমুখ।এসএস/আরআইপি