দেশজুড়ে

লক্ষ্মীপুরে গৃহবধূ ও যুবকের মরদেহ উদ্ধার

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরলরেন্স এলাকা থেকে পৃথক ঘটনায় গৃহবধূসহ দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে পুলিশ মরদেহগুলো উদ্ধার করে। এ সময় গৃহবধূ হত্যার অভিযোগে স্বামী আক্তার হোসেনকে (৩০) আটক করা হয়। নিহত সাজুর বাবা শাহ আলম জানান, দেড় বছর আগে আক্তার হোসেন ২০ হাজার টাকা যৌতুক দাবি করে তার মেয়েকে বিয়ে করে। যৌতুকের ১২ হাজার টাকা দিতে পারলেও ৮ হাজার টাকা দেয়া সম্ভব হয়নি। আক্তার কয়েক দিন থেকে বাকি টাকার জন্য চাপ দেয়। এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই কথা কাটাকাটি হতো। শুক্রবার রাতে মেয়ে স্বামীর সঙ্গে এক সঙ্গে ঘুমায়। গভীর রাতে মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করে। পরে সে গলায় ওড়না পেঁচিয়ে মরদেহ ঘরের আড়ার সঙ্গে অর্ধ ঝুলন্ত করে রাখে। পরে এলাকার লোকজন আক্তারকে বেঁধে রেখে পুলিশকে খবর দেয়।এদিকে, বাবার সঙ্গে অভিমান করে আবদুল গণি (৩৮) নামে এক ব্যক্তি শুক্রবার রাতের কোনো এক সময় বসতঘরের আড়ার সঙ্গে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে পুলিশ সকালে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে।এ ব্যাপারে কমলনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির আহাম্মদ জানান, প্রাথমিক তদন্তে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে তার স্বামীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মরদেহ দুইটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।কাজল কায়েস/এসএস/এমএস