দেশজুড়ে

পুলিশ আসার খবরে হাসপাতালে স্ত্রীর মরদেহ রেখে পালালেন স্বামী

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় পুলিশ আসার খবরে হাসপাতালে স্ত্রীর মরদেহ রেখে পালিয়েছেন তার স্বামী।

সোমবার (৩১ অক্টোবর) বিকেলে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার পরমেশ্বদী ইউনিয়নের সূর্যদিয়া গ্রামের মিরাজ শেখের ছেলে মাহবুর শেখ (৩০) তার স্ত্রী রিপা বেগমকে (২৬) বেলা ১১টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সে এনে জরুরি খাতায় নাম অন্তর্ভুক্ত করেন। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুপুর ১টার দিকে হাসপাতাল থেকে থানায় ফোন দিলে পুলিশের আসার খবর পেয়ে পালিয়ে যান রিপার স্বামী মাহবুর শেখ।

এ বিষয়ে রিপার বাবা ওসমান শেখ বলে, ‘ছয় বছর আগে রিপার বিয়ে হয় বোয়ালমারী উপজেলার মাহবুর শেখের সঙ্গে। তাদের দুটি মেয়ে আছে। মাঝে মধ্যে যৌতুকের জন্য রিপাকে মারধর করে টাকা আনতে পাঠাতো। গত বছর কিছু টাকা দেওয়া হয়েছে। দুদিন আগেও ধান-চাল ও একটি ছাগল দিয়েছি। সোমবার ১১ টার দিকে মাহবুর শেখ রিপার ভাই মিরাজুল শেখকে মোবাইল ফোনে জানায়- তোমার বোন মারা গেছে। খবর পেয়ে আমরা এসে দেখি মরদেহ হাসপাতালে। মরদেহের কাছে রিপার স্বামী ও তার পরিবারের কোনো লোক নেই।’

এ বিষয়ে বোয়ালমারী থানার উপ-পরিদর্শক (এসআই) উত্তম কুমার জাগো নিউজকে বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ থানায় মরদেহের খবর দেয়। পুলিশ আসার খবরে মাহবুর শেখ পালিয়ে যায়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে মৃত্যুর কারণ। 

এ বিষয়ে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. খালেদুর রহমান জাগো নিউজকে বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। রোগীর স্বজনরা জানান, তিনি বিষপান করেছেন।

এন কে বি নয়ন/এসজে/এসআর/জেআইএম