গণমাধ্যম

বিশেষ সংবাদদাতা হলেন যুগান্তরের তিন সাংবাদিক

জ্যেষ্ঠ প্রতিবেদক থেকে বিশেষ সংবাদদাতা হিসেবে পদোন্নতি পেলেন দৈনিক যুগান্তরের তিন সাংবাদিক। পদোন্নতি প্রাপ্তরা হলেন- শেখ মামুনুর রশীদ, আব্দুল্লাহ আল মামুন এবং মুজিব মাসুদ।জানা যায়, শনিবার তিন রিপোর্টারের হাতে পদোন্নতির চিঠি দেয়া হয়েছে। দৈনিক যুগান্তরের সম্পাদকীয় সিদ্ধান্তে তারা পদোন্নতি পেয়েছেন। বিশেষ সংবাদদাতা রিপোর্টিং বিভাগের সর্বোচ্চ সম্মানজনক পদ হিসেবে স্বীকৃত।জানতে চাইলে মুজিব মাসুদ টেলিফোনে পদোন্নতি প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেন। বলেন, আজই চিঠি দিয়ে বিষয়টি আমাদের জানানো হয়েছে। সংবাদকর্মীদের জন্য ঘোষিত ওয়েজ বোর্ডে জ্যেষ্ঠ প্রতিবেদক পদটি দ্বিতীয় গ্রেডের। আর বিশেষ সংবাদদাতা পদটি গ্রেড-১। জানা গেছে, শেখ মামুনুর রশীদ কাজ করছেন সংসদ, বামদল ও জাতীয় পার্টি বিটে, আব্দুল্লাহ আল মামুন দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ বিটে কৃতিত্বের সঙ্গে কাজ করছেন, মুজিব মাসুদ বিদ্যুৎ-জ্বালানি, অ্যাভিয়েশন ও টেলি-কমিউনিকেশন বিটে কাজ করেছেন।

এসএ/এসএইচএস/আরআইপি