দেশজুড়ে

কাপ্তাই উদ্যানে দুই অজগর অবমুক্ত

রাঙ্গামাটির কাপ্তাইয়ের জাতীয় উদ্যানে প্রায় সাত ফুট দৈর্ঘ্যের দুটি অজগর অবমুক্ত করা হয়েছে।

সোমবার (৩১ অক্টোবর) সকালে কাপ্তাই জাতীয় উদ্যানে গহীন অরণ্যে সাপ দুটি অবমুক্ত করা হয়।

কাপ্তাই বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক মুরাদ জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার (৩০ অক্টোবর) ৪১ বিজিবি ক্যাস্পের ভেতর থেকে একটি এবং রাঙ্গামাটির কলেজ গেট থেকে আরেকটি অজগর উদ্ধার করা হয়। সোমবার সকালে কাপ্তাই জাতীয় উদ্যানে গহীন অরণ্যে সাপ দুটি অবমুক্ত করা হয়েছে।

সাইফুল উদ্দীন/এসআর/জেআইএম