দেশজুড়ে

কবে শেষ হবে কাওনা বেইলি সেতুর নির্মাণকাজ

কিশোরগঞ্জের হোসেনপুরে দীর্ঘদিনেও শেষ হয়নি নরসুন্দা নদীর ওপর নির্মাণাধীন কাওনা বেইলি সেতুর কাজ। কাজ শেষ না করেই ফেলে রাখা হয়েছে পাকুন্দিয়া ও হোসেনপুর উপজেলার সঙ্গে যোগাযোগ রক্ষাকারী সড়কের এ সেতুটি। এতে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন সাধারণ মানুষ।

খোঁজ নিয়ে জানা গেছে, সেতুটি পড়ে আছে অনেক দিন ধরে। গত জুনে সেতুর নির্মাণকাজ শেষ হওয়ার কথা থাকলেও কাজ শেষ হয়নি অর্ধেকও।

এলাকাবাসী বলছেন, সেতুর নির্মাণকাজ বন্ধ থাকায় তাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বন্ধ রয়েছে বাস ও ট্রাক চলাচল। তদারিক না থাকায় সেতুর লোহার রড কেটে নিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা। সেতুর কাজ শেষ না হওয়ায় দীর্ঘ পথ ঘুরে চলাচল করতে হচ্ছে যানবাহন। বিকল্প মাটির রাস্তায় পারাপারে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে যাত্রীদের।

ভ্যানচালক রফিক মিয়া বলেন, ‘ছোট্ট এ সেতুর কাজ প্রায় দেড় বছরেও শেষ হয়নি। বিকল্প মাটির রাস্তায় চলাচল করতে গিয়ে মাঝেমাঝেই দুর্ঘটনা ঘটছে।’

ট্রাকচালক মফিজ উদ্দিন জাগো নিউজকে বলেন, অনেক দিন ধরে সেতুর কাজ বন্ধ হয়ে আছে। সেতুটি দ্রুত মেরামত করা দরকার।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২০-২০২১ অর্থবছরে হোসেনপুর-পাকুন্দিয়া সড়কের কাওনা এলাকায় ৪০ মিটার গার্ডার ব্রিজ নির্মাণের জন্য দরপত্র আহ্বান করা হয়। প্রকল্প বাস্তবায়নের কাজ পায় এসটিভিল-এসএসি নামে কুমিল্লার একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু প্রকল্পের মেয়াদ শেষ হয়ে গেলেও অসমাপ্ত অবস্থায় রয়ে গেছে সেতুটি।

দুই কোটি ৯৭ লাখ ৮৬ হাজার ৬২৮ টাকা ব্যয়ে এ বেইলি সেতু নির্মাণ প্রকল্পের কার্যাদেশের মেয়াদ শেষ হয়েছে গত জুন মাসে।

ঠিকাদারের গাফিলতিসহ সময়মতো অর্থ বরাদ্দ না পাওয়ায় সেতুর কাজ শেষ করতে দেরি হচ্ছে বলে জানান জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী আমিরুল ইসলাম। তবে শিগগির কাজ শেষ করতে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

এসআর/এমএস