সুনামগঞ্জে দলবদ্ধ ধর্ষণ ও ধর্ষণের পৃথক দুই মামলায় চারজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।
মঙ্গলবার (১ নভেম্বর) বিকেলে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. জাকির হোসেন এ রায় ঘোষণা করেন।
দলবদ্ধ ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন সুনামগঞ্জ সদর উপজেলার অক্ষয়নগর গ্রামের সুরুজ আলীর ছেলে নুরুল হক, আরজু মিয়ার ছেলে সুরুজ্জামান ও ইব্রাহিমপুর গ্রামের মৃত আ. কাদেরের ছেলে আব্দুল মালেক।
ধর্ষণ মামলায় সাজাপ্রাপ্ত আসামি হলেন জগন্নাথপুর উপজেলার নবীনগর এলাকার আব্দুল রশিদ।
আদালত সূত্রে জানা যায়, ২০০৯ সালের ৫ এপ্রিল সদর উপজেলার সদরগড় গ্রামের এক নারীকে তুলে নিয়ে পালাক্রমে ধর্ষণ করেন নুরুল হক, সুরুজ্জামান ও আব্দুল মালেক। ধর্ষণের পর ওই নারীকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে এ ঘটনায় থানায় মামলা হয়। দীর্ঘ তদন্ত শেষে পুলিশ অভিযোগপত্র জমা দেয়। সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে মঙ্গলবার তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।
অপর মামলা সূত্রে জানা যায়, ২০১০ সালের ১৪ মে জগন্নাথপুর উপজেলার নবীনগর গ্রামের এক কিশোরীর শয়নকক্ষে ঢুকে ভয় দেখিয়ে তাকে ধর্ষণ করেন আব্দুল রশিদ। এ মামলায় তাকেও যাবজ্জীবন দেন আদালত।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) নান্টু রায় রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
লিপসন আহমেদ/এসআর/এমএস