গ্রন্থমেলার ১৩তম দিনে ১৩৫টি নতুন বই এসেছে। মেলার বিভিন্ন স্টলে পাওয়া যাচ্ছে এসব বই। শনিবার বাংলা একাডেমির জনসংযোগ দফতর থেকে এ তথ্য জানানো হয়।মেলায় আসা নতুন বইগুলোর মধ্যে রয়েছে- গল্প ২৫টি, উপন্যাস ২২টি, প্রবন্ধ ১টি, কবিতা ৪২টি, গবেষণা ৩টি, ছড়া ৫টি, জীবনী ৫টি, রচনাবলি ১টি, মুক্তিযুদ্ধ ৬টি, নাটক ১টি, বিজ্ঞান ১টি, ভ্রমণ ৩টি, চিকিৎসা/স্বাস্থ্য ১টি, কম্পিউটার ১টি, সায়েন্স ফিকশন ১টি এবং অন্যান্য ১৭টিসহ মোট ১৩৫টি।এমএইচ/একে/আরআইপি