দেশজুড়ে

চালককে মারধর, মোংলায় ৪ ঘণ্টা বাস চলাচল বন্ধ

মোংলায় প্রায় ৪ ঘণ্টা ধরে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

বুধবার (২ নভেম্বর) সকাল ৮টার দিকে মোংলার স্থায়ী বন্দর বাসস্ট্যান্ডে একটি বাস অটোভ্যানকে ধাক্কা দেয়। এতে ওই ভ্যানটির চাকা ক্ষতিগ্রস্ত হয়। এ সময় ভ্যানচালক মমিন ও ভ্যান লেবার নুরুল হক মিলে বাসচালক প্রশান্তকে মারধর করে। একই সঙ্গে গাড়ির গ্লাস ভাঙচুর করে।

এনিয়ে বাসচালক, হেলপার ও ভ্যানচালক, শ্রমিকদের মধ্যে কয়েক দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে ঘটনাস্থলে পুলিশ আসলে পরিস্থিতি শান্ত হয়।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ভ্যানচালক মমিন ও লেবার নুরুল হককে থানায় নিয়ে গেছে পুলিশ। ঘটনার পর থেকে মোংলা-খুলনা-বাগেরহাট রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।

মোংলা রিকশা ভ্যানচালক সমিতির সাধারণ সম্পাদক এরশাদ হোসেন বলেন, বাস আমাদের ভ্যানে ধাক্কা দিয়ে উল্টো আমাদেরই হয়রানি করছে।

বাসচালক প্রশান্ত বলেন, ভ্যানে সামান্য ধাক্কা লাগার তুচ্ছ ঘটনায় আমাকে মারধর ও আমার মায়ের দোয়া বাসের গ্লাস ভাঙচুর করেছে ভ্যানচালক ও তাদের লোকজন।

মোংলা-রুপসা-বাগেরহাট বাস মালিক সমিতির সভাপতি নুরুল হক লিপন, আমাদের চালককে মারধর করা হয়েছে, এর সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত বাস চলবে না।

মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, এখনও কোনো পক্ষ থেকে কারো অভিযোগ পাওয়া যায়নি, বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে।

আবু হোসাইন সুমন/জেএস/জেআইএম