গাইবান্ধার সুন্দরগঞ্জে দুই ভবনের মাঝে আটকা পড়া একটি কুকুরকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। বুধবার (২ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলা পরিষদ জামে মসজিদ সংলগ্ন দুটি ভবনের মাঝে আটকা পড়ে কুকুরটি।
স্থানীয়রা জানান, কোনো এক সময় স্থানীয় মশিউর রহমানের ব্যবসাপ্রতিষ্ঠান ও দুলু মিয়ার বাসার দেওয়ালের ফাঁকে আটকা পড়ে একটি কুকুর। অনেক চেষ্টা করেও কুকুরটি বের হতে না পেরে চিৎকার করছিল। বিষয়টি মশিউর রহমানের নজরে আসলে তিনি কুকুরটি উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হন। পরে ফায়ার সার্ভিস কর্মীদের খবর দিলে কর্মীরা ঘটনাস্থলে ছুটে আসেন। পরে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে কুকুরটি উদ্ধার করা হয়।
এ বিষয়ে মশিউর রহমান জাগো নিউজকে বলেন, বিকেলে হঠাৎ কুকুরে শব্দ শুনতে পাই। এসময় দেখি আমার দেয়ালের মাঝে কুকুরটি আটকা পড়েছে। পরে আমি উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হই। পরে ফায়ার সার্ভিসে খবর দেই। তারা এসে আমার দোকানের দেওয়াল কেটে কুকুরটি উদ্ধার করেন।
এ ব্যাপারে উপজেলা ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. গুলজার হোসেন মণ্ডল জানান, ঘটনাস্থলে এসে আটকে পড়া কুকুরটি জীবিত অবস্থায় উদ্ধার করি। এতে ব্যবসায়ী মশিউর রহমানের দোকানের দেওয়াল কাটতে হয়েছে।
আরএইচ/জিকেএস