গাইবান্ধার সুন্দরগঞ্জে বাড়ির পাশে পুকুরে ডুবে রিতু আক্তার (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (২ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার শ্রীপুর ইউনিয়নের ভেলারায় গ্রামে এ ঘটনা ঘটে। শিশু রিতু ওই গ্রামের মো. ইব্রাহীম আলী মেয়ে।
স্থানীয়রা জানান, সন্ধ্যায় রিতু আক্তার বাড়ির পূর্ব পাশের পুকুরে পড়ে যায়। এসময় তাকে বাড়িতে না পেয়ে পরিবারের লোকজন আশেপাশে খুঁজতে শুরু করেন। তখনই এক প্রতিবেশী পুকুরের পানিতে রিতুকে ভাসতে দেখে চিৎকার করেন। এসময় স্বজনরা মৃত অবস্থায় তাকে উদ্ধার করেন।
শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আজহারুল ইসলাম মুকুল জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, বাড়ির পাশে পুকুরে ডুবে রিতু আক্তার নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
জেএস/এমএস