মৌলভীবাজারে ঘরের সীমানা নিয়ে বিরোধের জেরে ভাইয়ের দায়ের কোপে ভাই খুন হয়েছেন।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) দিনগত রাতে কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের উত্তর মাঝের গাওঁ গ্রামে এ ঘটনাটি ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আসিস কুমার সিং ও নিশিকান্ত সিংয়ের মধ্যে ঘরের সীমানা নিয়ে কথা কাটাকাটির জেরে নিশিকান্তের দায়ের কোপে আসিস কুমার (৬৫) মারাত্মক আহত হন। এলাকাবাসী আসিসকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাধবপুর ইউনিয়নের চেয়ারম্যান আসিদ আলী জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, কমলগঞ্জের মণিপুরি পাড়ায় ভাইয়ের হাতে ভাই খুন হয়েছেন। পরিস্থিতি শান্ত রয়েছে। এ সময় নিহতে স্ত্রী লক্ষিরাণীও (৫০) আহত হয়েছেন। তাকে উন্নত চিকিৎসা দিতে সিলেট ওসমানী মেডিকল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আব্দুল আজিজ/জেএস/এমএস