খেলাধুলা

শুরুতেই চাপে ভারত

যুবাদের সবচেয়ে বড় আসর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা নির্ধারণই ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই তিন উইকেট হারিয়ে চাপে পড়েছে ভারত। এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের সংগ্রহ ৬ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ২৭ রান। ভারত যুব বিশ্বকাপের তিনবারের চ্যাম্পিয়ন। রেকর্ড সর্বোচ্চ চারবারের শিরোপার লক্ষ্যে মাঠে নেমেছে। পুরো টুর্নামেন্টে ভারতের সামনে দাঁড়াতে পারেনি কোনও দল। ফাইনালেও নিজেদের সেরাটাই দিতে চাইছে পুরো দল। ধারাবাহিকতার দিক থেকে দেখতে গেলে ভারতের মিডল অর্ডার নিয়মিত ভরসা দিচ্ছে দলকে। সেমিফাইনালেই তা প্রমাণ হয়েছে। ভারতীয় ব্যাটিংকে ভরসা দিচ্ছেন সরফরাজ খান, ঋষভ পান্থ, আরমান জাফররা। ফাইনালেও এরাই বড় ভরসা।এদিকে ভারতের বিপক্ষে মুখোমুখি হওয়ার আগে প্রত্যাশার চাপ ঝেরে ফেলার চেষ্টা করছে ওয়েস্ট ইন্ডিজ। ভারতকে ফেবারিট মানলেও তাদের নিয়ে ততটা উদ্বিগ্ন নয় তারা। এ প্রসঙ্গে সংবাদ সম্মেলনে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক হেটমেয়ার বলেন, ভারত শক্তিশালী দল, সন্দেহ নেই। তবে একদিন আগে আমরা বাংলাদেশের সঙ্গে খেলেছি এবং তাদেরকে হারিয়েছি। ভারতের বিপক্ষে আমরা মাঠে নামব এবং নিজেদের সেরা ক্রিকেট খেলব। আশা করছি, আমরা ভালো খেলে চ্যাম্পিয়ন হতে পারব।এমআর/আরআইপি