দেশজুড়ে

বাড়ির পাশের পুকুরে ডুবে শিশুর মৃত্যু

মাদারীপুরের কালকিনিতে পুকুরে ডুবে মো. হোজাই আলম (৫) নামের এক শিশু মারা গেছে। বৃহস্পতিবার (৩ নভেম্বর) উপজেলার শিকারমঙ্গল ইউনিয়নের ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

হোজাই আলম কালকিনি উপজেলার শিকারমঙ্গল ইউনিয়নের ভবানীপুর গ্রামের আবুল কালামের নাতি। সে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকার আসনাবাদ গ্রামের আসিকুর জামানের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, হোজাই আলম মায়ের সঙ্গে নানা বাড়িতে বেড়াতে আসে। স্বজনদের চোখ ফাঁকি দিয়ে বাড়ির পাশের পুকুর পাড়ে খেলতে গিয়ে সেখানে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজি শেষে স্থানীয় লোকজন পুকুরের পানি থেকে তাকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরএইচ/জেআইএম