বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনে (বিসিক) ২০২২ সালে নিয়োগপ্রাপ্ত রাজস্বখাতের উপব্যবস্থাপক ও সমমান (গ্রেড-৬) পদের কর্মকর্তাদের দুই দিনব্যাপী ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) ওরিয়েন্টেশন কোর্সের সমাপনী হয়। এর আগে গতকাল বুধবার তেঁজগাওয়ে বিসিকের মূল ভবনে এ ওরিয়েন্টেশন প্রোগ্রাম শুরু হয়।
প্রধান অতিথি হিসেবে কোর্সটি উদ্বোধন করেন বিসিকের চেয়ারম্যান মুহ. মাহবুবর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিকের পরিচালক (দক্ষতা ও প্রযুক্তি) কাজী মাহবুবুর রশিদ।
উদ্বোধনী অনুষ্ঠানে চেয়্যারম্যান বিসিকের রূপকল্প, অভিলক্ষ্য, কৌশলগত উদ্দেশ্য ও প্রধান কার্যাবলিসহ সংবিধান এবং জাতীয় শুদ্ধাচার কৌশল-২০১২, সরকারি চাকরি আইন-২০১৮ (শৃঙ্খলা ও আপিল) সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
বিসিক পরিচালকরা এ সময় বিসিক জেলা কার্যালয়ের কার্যাবলি, ঋণ কার্যক্রম এবং জাতীয় শিল্পনীতি, চলমান প্রকল্পসমূহ, বিসিক আইন-১৯৫৭ ও বিসিক প্রবিধানমালা-১৯৮৯, সিটিজেন চার্টার, তথ্য অধিকার এবং জিআরএস, শিল্পনগরীর কার্যক্রম, প্লট বরাদ্দ নীতিমালা-২০১০, প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন সম্পর্কে আলোচনা করেন।
এছাড়াও সচিবালয় নির্দেশমালার আলোকে নথি ব্যবস্থাপনা ও ই-ফাইলিং, বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) ও আইএপি সম্পর্কে নির্ধারিত দপ্তরের কর্মকর্তারা বিস্তারিত আলোচনা করেন।
এনএইচ/কেএসআর/জেআইএম