খেলাধুলা

ঘোড়ার গাড়ি, ঢাক-ঢোল পিটিয়ে মোহামেডানের দলবদল শুক্রবার

উৎসবমূখর পরিবেশে শুক্রবার নতুন মৌসুমে ফুটবলারদের দলবদল কার্যক্রম সেরে নেবে মোহামেডান। দেশের ঐতিহ্যবাহী ক্লাবটি বিকেল ৩টায় ফুটবলারদের ঘোড়ার গাড়িতে চড়িয়ে ক্লাব থেকে বাফুফে ভবনে নিয়ে যাবে। সঙ্গে থাকবে ঢাক-ঢোল, বাদ্যের বাজনা।

মোহামেডানের পরিচালক ও ফুটবল কমিটির সম্পাদক আবু হাসান চৌধুরী প্রিন্স জাগো নিউজকে জানিয়েছেন, তারা খেলোয়াড়দের দল বদলকে কেন্দ্র করে বিশেষ আয়োজন করেছেন। বিকেলে খেলোয়াড়দের রেজিস্ট্রেশন শেষ করে রাতে ক্লাব হবে বিশেষ আয়োজন।

মোহামেডানের অনুষ্ঠানমালায় রয়েছে- বিকেল ৩টায় খেলোয়াড়দের নিয়ে বাফুফে ভবনে গমন এবং নতুন মৌসুমের জন্য খেলোয়াড় তালিকা বাফুফে ভবনে জমা। সন্ধ্যা সোয়া ৬ টায় কোরআন খানি ও মিলাদ মাহফিল। সন্ধ্যা সাড়ে ৬ টায় আলোচনা সভা। রাত ৮ টায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

নতুন ফুটবল মৌসুমের জন্য মোহামেডান স্পোর্টিং ক্লাব ৫ জন বিদেশিসহ ৩৪জন খেলোয়াড়ের নাম বাফুফের প্রফেশনাল লিগ কমিটির কাছে জমা দেবে।

বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস শনিবার নতুন মৌসুমের জন্য খেলোয়াড় তালিকা জমা দেবে।

আরআই/আইএইচএস/