জাতীয়

আজকের ধাঁধা : ১৪ ফেব্রুয়ারি ২০১৬

ধাঁধা :১. ‘কোন গাছে হয় না ফুল,      আছে শুধু গন্ধ।     গাছতলাতে গেলে সবাই      পাবে শুধু গন্ধ।’২. ‘কোন ফলের ফুল      ফোটে কি ফোটে না,     সকালে-বিকালে      কেউ তো দেখে না।’৩. ‘কথা ও ছবি হাওয়ায় ভাসে     দেখে যে সবাই ঘরে বসে।’৪. ‘কেউ তাকে দেখেনি     ছিল না সে কভু,     সেটা কি কথা      বলো দেখি তবু।’উত্তর :১. চন্দনগাছ২. ডুমুর৩. টেলিভিশন৪. কালএসইউ/আরআইপি