পিরোজপুরে পরিবহন ধর্মঘটে অভ্যন্তরীণসহ ১২ রুটে বাস চলাচল বন্ধ আছে। পাশাপাশি চলছে না লঞ্চও। এতে চরম দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। গন্তব্যে পৌঁছাতে না পেরে অনেককেই অপেক্ষা করতে দেখা গেছে লঞ্চ ঘাট ও বাস টার্মিনালে।
শুক্রবার (৪ নভেম্বর) সকাল থেকে এমন চিত্র দেখা গেছে। জানা যায়, মহাসড়কে থ্রি হুইলারসহ অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে এ ধর্মঘট ডাকা হয়েছে।
এ বিষয়ে বাস ও মিনিবাস মালিক সমিতির কর্মকর্তাদের মোবাইল ফোনে কল দিলে কেউ কথা বলতে রাজি হননি। লঞ্চ মালিকদেরও ফোনে পাওয়া যায়নি।
পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেন জাগো নিউজকে বলেন, ‘বরিশালে বিএনপির গণসমাবেশে লোক সমাগম ঠেকাতে ক্ষমতাসীন দলের ষড়যন্ত্রের অংশ হিসেবে সবধরনের গণপরিবহন চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।’
তবে অভিযোগ অস্বীকার করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। গণপরিবহনে কোনো ধরণের হস্তক্ষেপ করেননি বলে দাবি তাদের।
এসজে/জিকেএস